উত্তরায় বিমান বিধ্বস্ত হাসপাতালে আহত চিকিৎসাধীন ৬৮ জন, মৃত্যু বেড়ে ২৯

হোম পেজ » জাতীয় » উত্তরায় বিমান বিধ্বস্ত হাসপাতালে আহত চিকিৎসাধীন ৬৮ জন, মৃত্যু বেড়ে ২৯
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


---

সাগরকন্যা ঢাকা অফিস

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার বেলা ১১টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া ইতোমধ্যে ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অনেকেই বার্ন ইউনিটসহ বিভিন্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও পথচারী রয়েছেন বলে জানানো হয়।

হাসপাতালভিত্তিক হালনাগাদ (২৩ জুলাই, ২০২৫, বেলা ১১ টা) তালিকা:

(১) ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি রয়েছেন ৪৪ রোগী, মৃত্যু ১১ (২) সিএমইচে ভর্তি ২১, মৃত্যু ১৫ (৩) কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সরকারি হাসপাতালে ভর্তি ০১, মৃত্যু ০০ (৪) শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ০১, মৃত্যু ০০ (৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ০০, মৃত্যু ০১ (৬) লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ভর্তি ০০, মৃত্যু ০১ (৭) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ০১, মৃত্যু ০০ (৮) ইউনাইটেড হাসপাতালে ভর্তি ০০, এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফলে মোট ৬৮ জন রোগী আছে এবং ২৯ জনের মৃত্যু হয়েছে।

 

দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর দগ্ধ অনেকেই আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এর মধ্যে বেশ কিছু মরদেহ এখনও শনাক্ত হয়নি। শনাক্তের জন্য ডিএনএ সংগ্রহের পাশাপাশি স্বজনদের তথ্য নেওয়া হচ্ছে।

 

সরকারি উদ্যোগে আহতদের চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি স্বজন হারানো পরিবারগুলোকে সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

 

ঘটনার পরপরই বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় মানুষ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। দ্রুত সময়ে আহতদের হাসপাতালে পাঠানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় প্রাণহানি আরও বড় আকার ধারণ করেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এই দুর্ঘটনায় জাতীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালিত হচ্ছে। একইসঙ্গে স্কুল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা, বিমান প্রশিক্ষণের ক্ষেত্র নির্ধারণ ও নাগরিক এলাকাজুড়ে ঝুঁকি বিশ্লেষণ নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তাও সামনে এসেছে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:৪৮ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ