কলাপাড়ায় আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় আর্থিক স্বাক্ষরতা, নারী অধিকার ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ জুলাই) উত্তরা ব্যাংকের খেপুপাড়া শাখার আয়োজনে এই সেমিনার হয়। এতে কৃষক, নিম্নআয়ের মানুষ ও নারীদের আর্থিক খাতে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়।

 

শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সেকেন্ড অফিসার মো. নজরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মো. হেলাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। সঞ্চালনায় ছিলেন ঋণ অফিসার মো. হুমায়ুন কবির।

 

বক্তারা বলেন, আর্থিক স্বাক্ষরতা বাড়ানো গেলে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন সম্ভব।

ব্যবস্থাপক লুৎফর রহমান বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি আমাদের অঙ্গীকার। নারীদের জন্য ‘লাবণ্য স্কিম-এর সুবিধাসমূহ তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ