আমতলীতে অন্তঃসত্ত্বা নারীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ!

হোম পেজ » বরগুনা » আমতলীতে অন্তঃসত্ত্বা নারীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ!
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্তঃসত্ত্বা নারীদের মাঝে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছে। এতে একাধিক নারী অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

 

ঘটনাটি ঘটে গত ১৬ জুলাই। ওইদিন কমপ্লেক্সের স্বাস্থ্যসেবিকা ইসরাত জাহান সেতু অন্তত ৫০ জন অন্তঃসত্ত্বা নারীকে ক্যালসিয়াম ও আয়রণ ট্যাবলেট বিতরণ করেন। পরে জানা যায়, বিতরণকৃত ওষুধগুলোর মেয়াদ গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল।

 

বৃষ্টি নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী ওই ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। তার স্বামী রনি খাঁন জানান, অসুস্থতার পর ওষুধের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ দেখতে পান। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

বৃষ্টি ছাড়াও আরও কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ও তাদের স্বজনরা বুধবার উপজেলা স্বাস্থ্য অফিসে লিখিত অভিযোগ দেন।

 

স্বাস্থ্যসেবিকা ইসরাত জাহান সেতু বলেন, আমি যে ওষুধ পেয়েছি, সেটাই বিতরণ করেছি। তবে ঠিক কতজনকে বিতরণ করেছেন, সে বিষয়ে সঠিক উত্তর দেননি তিনি।

 

রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ওইদিন বিতরণ করা ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যা দেওয়া ঠিক হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ হলো, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:২৩ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ