কলাপাড়ায় মৎস্য সেবার মানোন্নয়নে কর্মশালা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মৎস্য সেবার মানোন্নয়নে কর্মশালা
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


সভাপতির বক্তব্য রাখছেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

মৎস্য খাতে সেবা নিশ্চিত ও সমস্যা চিহ্নিতকরণে কলাপাড়ায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’। কর্মশালায় অংশ নেন মৎস্যচাষি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সেবা সংস্থার প্রতিনিধিরা।

 

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বক্তব্য দেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেজবাউদ্দিন খান, জাগো নারী প্রকল্প ব্যবস্থাপক শ্যামল রায় এবং কেয়ার বাংলাদেশের সিনিয়র মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার এস এম ফিরোজ হোসেন। মৎস্যচাষিদের মধ্য থেকে বক্তব্য দেন কাইয়ুম সিকদার ও সাইফুল ইসলাম।

 

কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত নানা সমস্যার ওপর আলোকপাত করা হয়। মাছের রোগ, খাদ্য সংকট, পোনা ঘাটতি, পুকুরপাড় ভাঙন ও মাছ ভেসে যাওয়ার মতো সমস্যার সমাধানে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সঞ্চালনায় ছিলেন জাগো নারীর সিনিয়র অফিসার চিন্ময় সাহা।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৮ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ