বরগুনা জেনারেল হাসপাতালে দুর্নীতি তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের টিম

হোম পেজ » বরগুনা » বরগুনা জেনারেল হাসপাতালে দুর্নীতি তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের টিম
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের প্রধান সহকারী শহীদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তরের টিম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশে গঠিত দুই সদস্যের এই তদন্ত টিম মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় অভিযোগকারী ও স্বাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন।

 

টিমের নেতৃত্ব দেন বামনা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। সদস্য ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম।

 

অভিযোগকারীরা জানান, প্রধান সহকারী শহীদুল ইসলাম ও মুদ্রাক্ষরিক আল আমিন যৌথভাবে দীর্ঘদিন ধরে দরপত্রে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ঠিকাদারদের হয়রানি করে আসছেন। করোনাকালীন বরাদ্দের টাকাও নার্সদের ঠিকমতো দেওয়া হয়নি, বরং কর্তৃপক্ষকে ভাগ দিয়েও টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ।

 

তাদের দাবি, শহীদুল ইসলাম রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বারবার বদলি হলেও তদবির করে ফের বরগুনা ফিরে আসেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি তাকে বাউফল স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হলেও তিনি আবার বরগুনা জেনারেল হাসপাতালে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

তদন্ত টিমের প্রধান ডা. মনিরুজ্জামান বলেন, আমরা অভিযোগকারী ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেছি। যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৫ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ