পায়রা বন্দরের ক্ষতিপূরণে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ২

হোম পেজ » পটুয়াখালী » পায়রা বন্দরের ক্ষতিপূরণে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ২
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পায়রা বন্দরের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্তদের কাছে চাঁদা দাবির অভিযোগে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলেন শাহাদত তালুকদার (৪৮) ও মোস্তাফিজুর রহমান (৪৬)। তারা এলএ শাখার দালাল ও দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবির এসআই জহুরুল ইসলাম জানান, কলাপাড়ার চান্দুপাড়া গ্রামের মোসা. মনিরা বেগম একটি মামলা করলে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ তোলার সময় মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।

 

মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:৪৪ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ