কুয়াকাটায় জেলে নারীদের ফেডারেশন গঠন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় জেলে নারীদের ফেডারেশন গঠন
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

জেলে নারীদের সংগঠন প্রতিষ্ঠায় কুয়াকাটায় ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এই সভা হয়। ‘ফিশনেট প্রকল্প’-এর আওতায় সিঁড়ি সংস্থা এ আয়োজন করে। সহযোগিতায় ছিল উত্তরণ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

 

সভায় ২৫টি প্রাথমিক নারী দলের নেত্রীরা অংশ নেন। সভাপতিত্ব করেন সিঁড়ির নির্বাহী পরিচালক এডভোকেট চান চান।

 

প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উত্তরণ-এর এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার আবু ইমরান এবং পৌরসভার উচ্চমান সহকারী জয়দেব চন্দ্র গয়ালী।

 

সভা পরিচালনা করেন সিঁড়ি ফিশনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস। নির্বাচনের মাধ্যমে মোসা. আমেনাকে সভাপতি ও সাবিনা ইয়াসমিনকে সহ-সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

 

সার্বিক সহায়তা দেন সিঁড়ির ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েন।

বাংলাদেশ সময়: ০:৫৯:১৮ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ