বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ফরিদপুরে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

হোম পেজ » ঢাকা » বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ফরিদপুরে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বন্ধ হয়ে যায় আন্তঃজেলা রুটের বাস চলাচল।

 

মঙ্গলবার দুপুরের দিকে শ্রমিক ইউনিয়নের একাংশ মানববন্ধনের আয়োজন করলে অন্যপক্ষের নেতাকর্মীরা ‘ধর ধর’ ধ্বনি তুলে হামলা চালায়। মারধরের মুখে নেতাকর্মীরা পিছু হটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নবগঠিত শ্রমিক ইউনিয়ন (১০৫৫)- এর সভাপতি ইয়াছিন মোল্লা অভিযোগ করেন, আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের অনুসারীরা চাঁদাবাজি করছে এবং ইউনিয়ন অফিস দখলের চেষ্টা চালায়। সাধারণ শ্রমিকরা বাঁধা দিলে হামলার ঘটনা ঘটে।

 

অন্যদিকে আওয়ামী লীগপন্থী নেতা নাজমুল হোসেন তারা বলেন, শ্রমিক ইউনিয়নের ভোটার তালিকা সংশোধনের দাবিতে মানববন্ধনের সময় ইয়াছিন মোল্লার অনুসারীরা হামলা চালায়।

 

এ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪০ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ