উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ঢাকায় সাপের এক্সরে প্রথমবারের মত কলাপাড়ায়

হোম পেজ » পটুয়াখালী » উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ঢাকায় সাপের এক্সরে প্রথমবারের মত কলাপাড়ায়
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫


 সাপের এক্সরে প্রথমবারের মত কলাপাড়ায়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি কালনাগিনী সাপের উন্নত চিকিৎসার জন্য এক্সরে করেছে ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’। এটি পটুয়াখালী জেলার প্রথমবার সাপের এক্সরে করার ঘটনা বলে জানিয়েছে সংগঠনটি।

 

বুধবার রাত ১০টায় কলাপাড়া পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে এনে সাপটির এক্সরে করা হয়। এক্সরেতে দেখা যায়, সাপটির দেহের মাঝামাঝি হাড়ে ফাটল রয়েছে।

 

এর আগে বুধবার সকালে আমতলীর পূজাখোলা এলাকার দফাদার বাড়ির কাছে সাপটিকে লাঠিপেটা করে স্থানীয়রা। খবর পেয়ে এনিমেল লাভারস সদস্যরা সাপটি উদ্ধার করে।

 

সবুজ, লাল ও কালো ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। এটি মৃদু বিষধর কালনাগিনী প্রজাতির।

 

টিম লিডার বায়জিদ আহসান জানান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় এক্সরে করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।

 

প্রথমবারের মতো এমন উদ্যোগে সচেতন মহলে প্রশংসার জোয়ার বইছে।

বাংলাদেশ সময়: ১০:১৫:০০ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ