তৃণমূলে উৎসবের আমেজ কাউখালীতে ৯ বছর পর বিএনপির সম্মেলন

হোম পেজ » পিরোজপুর » তৃণমূলে উৎসবের আমেজ কাউখালীতে ৯ বছর পর বিএনপির সম্মেলন
সোমবার ● ৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে কাউখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রাত পোহালেই (৮ জুলাই) পৌর শহরের পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তৃণমূলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি। এরপর নানা কারণে আর সম্মেলন হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর মাঠে সক্রিয় হন তৃণমূল নেতাকর্মীরা। এবার নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণেরও সম্ভাবনা রয়েছে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে।

 

সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে স্থান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা আহ্বায়ক এস.এম আহসান কবীর, সদস্য-সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদসহ অন্যান্য নেতারা।

 

এদিকে, সম্ভাব্য দলীয় প্রার্থীদের কর্মীরা মাঠে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি সভা-সমাবেশেও চলছে প্রচারণা নিয়ে। দীর্ঘদিন পর কাউখালীতে বিএনপির এমন প্রাণচাঞ্চল্যে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে রাজনৈতিক উত্তাপ ও আশাবাদ।

বাংলাদেশ সময়: ২২:১৭:২৭ ● ২৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ