সর্বশেষ

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে শিক্ষিকার অশোভন আচরণ!

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে শিক্ষিকার অশোভন আচরণ!
সোমবার ● ৭ জুলাই ২০২৫


মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে শিক্ষিকার অশোভন আচরণ!

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১৬ নং দক্ষিণ-পূর্ব মিঠাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা বেগমের বিরুদ্ধে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ। এ ঘটনায় সুরাইয়া বেগম নামে এক অভিভাবক মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দারকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে সুরাইয়া বেগমের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে জিহাদ সহ বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের শেণীকক্ষে কারনে অকারনে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর করেন প্রধান শিক্ষিকা লুৎফা বেগম। এমকি অভিভাবকদের উদেশ্য করে গালমন্দও করেন। শিক্ষার্থীদের জন্ম নিয়েও অশালীন মন্তব্য করেন প্রধান শিক্ষিকা।

স্থাণীয় বাসিন্দা ও সমাজ সেবক মোঃ খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষিকা তার ব্যবহারের জন্য স্থাণীয়দের কাছে ক্ষমা চেয়েছেন। আমারা আনুষ্ঠানিক ভাবে বিয়ষটি মিমাংসার চেষ্টা করছি।

অভিযুক্ত ১১৬ নং দক্ষিণ-পূর্ব মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা বেগম ঘটনা অকপটে স্বীকার করেন এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার বলেন, প্রধান শিক্ষিকা লুৎফা বেগমের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এবিষয়ে  তদন্ত-পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৯ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ