কুয়াকাটায় এক রাতে ৪ দোকানে চুরি, সিসিটিভি দেখে আটক ৩

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় এক রাতে ৪ দোকানে চুরি, সিসিটিভি দেখে আটক ৩
সোমবার ● ৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

কুয়াকাটা শুঁটকি মার্কেটে এক রাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার তিনজনকে পুলিশে দিয়েছে। শনিবার  দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

চুরি হওয়া দোকান মালিক হচ্ছেন- ওমর ফারুক, সুমন, ইউসুফ খলিফা ও আব্দুল গণি হাওলাদার। ওমর ফারুকের দোকান থেকে ১,৮০০ টাকা, সুমনের দোকান থেকে ১,৬৫০ টাকা, ইউসুফ খলিফার দোকান থেকে নগদ অর্থসহ কিছু মালামাল এবং গণি হাওলাদারের চায়ের দোকান থেকে প্রায় ৪ হাজার টাকা চুরি হয়।

 

পরদিন রোববার দুপুরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন সন্দেহভাজনকে শনাক্ত করে স্থানীয়রা। পরে তাদের আটক করে মহিপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

আটককৃতরা হলেন- কুয়াকাটায় অস্থায়ীভাবে বসবাসরত বরগুনা জেলার আমতলী উপজেলার মো. সিয়াম (১৬), বরিশাল কোতোয়ালি থানার জহির হাওলাদার (১৮) ও কুড়িগ্রামের বাবুল মিয়া (৪০)।

 

ব্যবসায়ীরা সাগরকন্যাকে জানান, কুয়াকাটায় নিয়মিতভাবে মোবাইল, ইলেক্ট্রিক মোটরসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটে চলেছে।

 

শুঁটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা হুমকির মুখে। আমরা দ্রুত তদন্ত ও দোষিদের কঠোর শাস্তির দাবি করছি।

 

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, তিনজনকে আজ (সোমবার) আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫০ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ