
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে (ঘটকেরচর) এডহক কমিটি গোপনে অনুমোদনের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে বিদ্যালয়ে ভিড় করেন স্থানীয়রা। প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের জমিদাতা, অভিভাবক এবং শিক্ষার্থীদের না জানিয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান নিজের পছন্দের এক গৃহিণীকে সভাপতি করে কমিটি অনুমোদন করিয়েছেন। ওই নারী ঢাকায় বসবাস করেন এবং পেশায় গৃহিণী।
অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকা পতনের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। ওই সময় স্থানীয় সমাজসেবক খলিলুর রহমান ও হুমায়ুন কবিরসহ তিনজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দেন। কিন্তু ছয় মাস ধরে সময়ক্ষেপণ করে প্রধান শিক্ষক তাদের নাম প্রস্তাব করে পাঠায়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে গোপনে পছন্দের একজনকে সভাপতি হিসেবে কমিটি অনুমোদন আনেন।
এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বরিশাল জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সমাজসেবক খলিলুর রহমান সাগরকন্যাকে বলেন, গোপনে অনিয়মের মাধ্যমে কমিটি অনুমোদন নিয়ে আসায় এলাকাবাসী ক্ষুব্ধ। স্কুলের স্বার্থবিরোধী কাজ করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা বলেন, কমিটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডে জানানো হবে।