সর্বশেষ

দশমিনায় নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের গণসংবর্ধনা

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের গণসংবর্ধনা
সোমবার ● ৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের আগমন উপলক্ষে দশমিনায় গণসংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে দশমিনা উপজেলার নলখোলা ঈদগাহ মাঠে এ আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম শানু।

 

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা নেতা মোস্তাক আহম্মেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকনসহ আরও অনেকে।

 

নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী এতে অংশ নেন।

 

বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, নির্বাচনের আগে দেখা করতে পারিনি, তাই এখন এসেছি। আমি আপনাদের ভোটে দলে নির্বাচিত হয়েছি। জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:০৫ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ