বামনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪

হোম পেজ » বরগুনা » বামনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা) 

বরগুনার বামনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইসা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

রাইসা উপজেলার সোনাখালী এলাকার ব্যবসায়ী মো. আবদুর রহমান মল্লিকের মেয়ে এবং মঠবাড়িয়া মারকাযুল উলুম মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, রাইসাকে রাতেই জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

তিনি আরও জানান, বর্তমানে বামনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০১:৪৮ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ