শতবর্ষেও হার না মেনে থেমে নেই আজাহার মোল্লা

হোম পেজ » পটুয়াখালী » শতবর্ষেও হার না মেনে থেমে নেই আজাহার মোল্লা
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 

১০২ বছর বয়সী আজাহার মোল্লা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

১০২ বছর বয়সেও জীবিকার সন্ধানে হাট ঝাড়ু দেন আজাহার মোল্লা। পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়ার এই বৃদ্ধ এখন আশ্রয় নিয়েছেন পালক মেয়ের সংসারে।

 

সপ্তাহে দুই দিন—শনিবার ও মঙ্গলবার—তিনি কলবাড়ি হাট ও তালুকদার হাট ঝাড়ু দেন। বিনিময়ে ব্যবসায়ীরা দেন ৫–১০ টাকা। তাতেই কোনোমতে চলে তার দিন।

 

আজাহার মোল্লা জানান, তার পৈতৃক ভিটা ছিল পার্শ্ববর্তী রাঙ্গাবালি উপজেলার ফ্যালাবুনিয়া গ্রামে। যৌবনে সংসার, জমিজমা সবই ছিল। কিন্তু ৫০ বছর আগে আগুনমুখা নদীর ভাঙনে সব হারিয়েছেন। এরপর স্ত্রী মারা যায়।

 

৩০ বছর আগে মুরাদিয়ায় দ্বিতীয়বার বিয়ে করেন। তবে সে সংসারেও সন্তান হয়নি। সেই স্ত্রীও মারা গেছেন ১৫ বছর আগে। তখন থেকে অসুস্থ শরীরে পালক মেয়ের সংসারে কাটে তাঁর দিন। আগে বয়স্ক ভাতা পেলেও এখন তা বন্ধ।

 

পালক মেয়ে মরিয়ম বেগম বলেন, গরিব হইয়া জন্মাইছি, অ্যাহন পুরান কাপড় ফেরি কইরা সংসার চালাই। বাবার খরচ চালাইতে কষ্ট অয়।  কোনো সরকারি সাহায্য পাই না।

 

হাটের ব্যবসায়ীরা জানান, আজাহার মোল্লা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে হাটে ঝাড়ু দেন। সরকারি সহায়তা পেলে অন্তত বাকি জীবনটা একটু স্বস্তিতে কাটাতে পারতেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩২ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ