তালতলীতে কৃষি কর্মকর্তার বদলী ঠেকাতে কৃষকদের মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে কৃষি কর্মকর্তার বদলী ঠেকাতে কৃষকদের মানববন্ধন
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


কৃষকদের মানববন্ধন
সাগরকন্যা তালতলী প্রতিনিধি ॥
বরগুনার তালতলীতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে বদলী না করার দাবীতে শনিবার ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে মো. মনিরুজ্জামান গত বছরের ৩০ সেপ্টেম্বর তালতলীতে যোগদান করেন। মাত্র সাড়ে ৪ মাসের মাথায় কৃষি মন্ত্রনালয়ের ১৩ ফেব্রুয়ারীর এক  গেজেটে ওই কর্মকর্তাকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলী আদেশ দেয়া হয়। ওই বদলীর আদেশ স্থগিত করে পুনঃবহালের দাবীতে কয়েকশত কৃষক মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মো. কালাম মীর, সওদাগরপাড়ার প্রান্তিক চাষী মো. শাহাদাত হোসেন, কবিরাজপাড়ার চাষী মন্টু মুন্সি, আবদুল গনি মিঞা ও ফারুক আকন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে বদলী না করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্বারকলিপি দেয়ার কথা বলেন কৃষকরা।

এমএএম

বাংলাদেশ সময়: ১৪:০৪:১৪ ● ৩৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ