দুমকিতে চড়া দামে বিক্রি হচ্ছে ইউরিয়া!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে চড়া দামে বিক্রি হচ্ছে ইউরিয়া!
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৩


দুমকিতে চড়া দামে বিক্রি হচ্ছে ইউরিয়া!

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ইউরিয়া সার বিক্রিতে চলছে নৈরাজ্য। ডিলারসহ খুচরা বিক্রেতারা নিজেদের ইচ্ছ্বামতো দামে বিক্রি করছে সার। খোদ উপজেলা শহওে সারের বস্তা বিক্রি হচ্ছে ১৪ শ’ টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৫০টাকা বেশি হাতিয়ে নেয়া হচ্ছে। এছাড়া গ্রামের দোকানিরা খুচরা বিক্রি করছে ৩০টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে। আবার কৃষকরা তাদের টাকার ক্যাশমেমো চাইলে তার কাছে সার বিক্রি করতে চায় না ডিলারসহ দোকানিরা। সারের কোন সঙ্কট নেই। কিন্তু চলছে নৈরাজ্য। কৃষকরা ডিলারদেও কালে জিম্মি হয়ে আছে।
কৃষি অফিসের দেয়া তথ্যানুসারে উপজেলায় বিসিআইসির ৫জন ডিলার রয়েছে। এছাড়া খুচরা বিক্রেতা রয়েছে ১৭জন। সরকারি নির্দেশনা রয়েছে কৃষকের কাছে ২৭টাকা কেজি দরে ১৩৫০ টাকায় ৫০কেজির এক বস্তা ইউরিয়া সার বিক্রি করতে হবে। খুচরা বিক্রেতারা ডিলারদের কাছ থেকে ১৩৩০টাকা বস্তা দরে সার কিনতে পারবেন। কিন্তু সরকারি এসব নিয়মের ধার ধারেন না ডিলার ও খুচরা বিক্রেতারা। আঠারগাছিয়ার কৃষক খলিল সিকদার, শ্রীরামপুর গ্রামের ফোরকান তালুকদারসহ একাধিক চাষী জানান, তাদেরকে খুচরা ২৮-৩০ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে হচ্ছে কমপক্ষে ১৪০০ টাকা। এছাড়া দোকান থেকে কোন ক্যাশমেমো দেয়া হয় না।
তবে মুরাদিয়ার ডিলার মেসার্স মা পরিবহন সংস্থার প্রোপ্রাইটর মো: শামিম আহম্মেদ জানান, তারা ১৩৫০টাকার বেশিতে সার বিক্রি করেন না। আর ক্যাশমেমোও দেন বলেও দাবি করেন। সরকার নির্ধারিত রেট মেনেই বিক্রি করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন জানান, সারের কোথাও কোন সঙ্কট নেই। আগস্ট মাসের বরাদ্দকৃত ১২৪২মেট্রিকটন ইউরিয়া সার ডিলাররা উত্তোলন করেছেন। সেপ্টেম্বরে বরাদ্দ রয়েছে ১১৭৮মেট্রিকটন সার। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে। কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তবে কৃষককে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৫৪ ● ২২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ