
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মংলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির কাছ থেকে শাপলাকলির প্রতীক নিয়ে বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা প্রতিনিধি মো. আলামিন, মো. আবু হাসান, এনসিপির মোংলা উপজেলা প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম মৃধা, রামপাল উপজেলা প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল, মোল্লা মোয়াজ্জেম হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হবে। এসব গুজব প্রতিহত করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য মোংলার ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার করা। পাশাপাশি জুলাই সনদের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাই।
এর আগে জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট-৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মোল্যা রহমাতুল্লাহর কাছে বাংলাদেশের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট বিডব্লিউজিইডি (BWGED)-এর পক্ষ থেকে মো. নুর আলম শেখ নাগরিক ইশতেহার তুলে দেন।