কুয়াকাটা-কলাপাড়ায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

হোম পেজ » আবহাওয়া » কুয়াকাটা-কলাপাড়ায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


 

কুয়াকাটা-কলাপাড়ায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কুয়াকাটা ও কলাপাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শ্রমিক ও কৃষকরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে ৫০ মিটারের নিচে। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

ঘন কুয়াশার কারণে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে বাধ্য হয়। এতে যাতায়াতে বিঘ্ন ঘটেছে।

তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ ও কৃষকরা। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।

এদিকে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়ে যাওয়ায় কলাপাড়া হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক রোগী বাধ্য হয়ে হাসপাতালের করিডর ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কুয়াকাটা-কলাপাড়া এলাকায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:০৬ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ