গৌরনদীতে নাগরিক উদ্যোগের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নাগরিক উদ্যোগের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে নাগরিক উদ্যোগের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

গৌরনদী উপজেলা পরিষদ অডিটিয়ামে বেসরকারি নাগরিক উদ্যোগের আয়োজনে অংশীজনদের নিয়ে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা ওই সভায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী  মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম জহির, শরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস চন্দ্র বারই, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী মোঃ জাকির হোসেন, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলী মৃধাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও এনজিও কর্মকর্তারা।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক অংশগ্রহণ জোরদার করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়নে অংশীজনদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হযয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩০ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ