
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বড়দিনসহ টানা তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রায় তিন লাখ পর্যটক আগমনের প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
প্রতি বছর বিভিন্ন উৎসব ও সরকারি ছুটিতে কুয়াকাটায় লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। এবারও সেই ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন সাজে সাজানো হয়েছে। ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে আবাসিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলো।
হোটেল ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে অধিকাংশ হোটেল ও মোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। বুধবার বিকেল থেকেই পর্যটকদের আগমন উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে বলেও জানিয়েছেন তারা। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, বড়দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকদের আগমন শুরু হয়েছে। এবার তিন লক্ষাধিক লোকের আগমন ঘটবে বলে আমরা আশা করছি।
এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারি পুলিশ সুপার হাবিবুর রহমান। পর্যটন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারসহ সার্বক্ষণিক নজরদারি রাখা হবে বলেও জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
পর্যটকদের আগমনে কুয়াকাটার পর্যটন শিল্পে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।