গোপালগঞ্জ হাসপাতালে অনিয়মের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জ হাসপাতালে অনিয়মের প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রবিবার ● ২ এপ্রিল ২০২৩


গোপালগঞ্জ হাসপাতালে অনিয়মের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের চিকিৎসকের সার্টিফিকেট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কতৃপক্ষ।
রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের হাসপাতাল আন্তঃ বিভাগ থেকে প্রতিদিন ১শত ৫০ জন থেকে ২শত রোগী সুস্থ হয়ে বাড়ি যায়।  প্রতিদিন বহিঃ বিভাগ থেকে ১হাজার থেকে ১২শত রোগী সেবা পায় এবং সরকারী ঔষদ পায়। আমাদের হাসপাতালে চিকিৎসা সেবায় কোন ট্রুটি নেই।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের আরএমও ফারুক সাহেবের বিরুদ্ধে যে মেডিকেল সার্টিফিকেট বানিজ্যের অভিযোগ রয়েছে। আমরা তাকে প্রত্যাহার বা বদলি করার জন্য অগেই উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন করেছি। আমরা আগামী ৭ দিনের মধ্যে আরএমও ফারুক আহমেদকে প্রত্যাহার করার সকল ব্যাবস্থা গ্রহন করবো।
বিঃদ্রঃ এসয়ম সাংবাদিকরা আরএমও ফারুক আহমেদের সার্টিফিকেট বানিজ্যের বিভিন্ন তথ্য প্রমান তুলে ধরলে আরএমও ফারুক কোন সৎ উত্তর দিতে পারেনি।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৯ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ