বাবুগঞ্জে পেঁপে বাগান নস্টের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে পেঁপে বাগান নস্টের প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০২২


বাবুগঞ্জে পেঁপে বাগান নস্টের প্রতিবাদে মানববন্ধন

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

‘পেঁপে বাগানের ১৩৭ টি গাছ কেটে ফেলায় জড়িতদের শাস্তির দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বক্তাদের দাবি, পেঁপে গাছ কাটা নয়, ১৩৭টি প্রাণ কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। এক একটি উচ্চ ফলনশীল পেঁপে গাছ ভুক্তভোগী কৃষকের কাছে এক একটি সন্তানের মতো। তারা শুধু পেঁপে গাছ কাটেনি একটি স্বপ্নকে হত্যা করেছে। যারা রাতের আঁধারে এতগুলো পেঁপে গাছ কেটেছে তারা মানুষ হত্যার সমান অপরাধ করছে। এদেরকে ন্দ্রত আইনের আওতায় এনে শান্তির দাবী জানাই।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ এর সামনে রাতের আঁধারে পেঁপে গাছ কেটে ফেলায় জড়িতদের গ্রেফতার পূর্বক শান্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধনে বাবুগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মাদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সাদিয়া আফরিন, সানজিদা সিদ্দিকা তানিয়া, যুবলীগ নেতা মিলন, মোঃ মহাসিন প্যাদা প্রমূখ। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে অপরাধীদের গ্রেফতারের দাবি জানায়। ভুক্তভোগী আবুবকর সুমন তার বক্তব্যে বলেন, আমার জমির ভূয়া দলিল তৈরি করে এলাকার দুইজন টাউট শ্রেণীর লোক সুলতান হাওলাদার ও শহিদুল ইসলাম ওরফে পর্চা শহিদ অর্থ দাবী করে। তাদের বিরুদ্ধে আমি চিটিং মামলা দায়ের করায় রাতের আধাঁরে আমার ঘেরে ১৩৭ টি পেঁপে গাছ কেটে ফেলেছে। এখন বিভিন্নভাবে হয়রানি ও এলাকা ছাড়া করার হুমকি প্রদান করে আসছে। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি ও ঘেরে মাছ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। পর্চা শহিদের অপকর্মে এলাকার শত শত লোক অসহায় হয়ে পরেছে। সে নিজেকে থানা পুলিশের শুভাকাঙ্ক্ষী দাবী করে এলাকার সাধারণ জনগনকে জিম্মি করে রেখেছে।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:৩১ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ