রাঙ্গাবালীতে জাল দলিলে বিধবার জমি দখল!

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে জাল দলিলে বিধবার জমি দখল!
বুধবার ● ১৭ আগস্ট ২০২২


রাঙ্গাবালীতে জাল দলিলে বিধবার জমি দখল!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাল দলিল করে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। অনুপায় হয়ে ভুক্তভোগী পরিবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল নামক গ্রামে। ভুক্তভোগী ও মামলার বাদী মোসা. ফরিদা বেগম (৪৫) বলেন, আমার স্বামী ইসমাইল হাওলাদারের মৃত্যুর পরে প্রতিপক্ষরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে আমার স্বামীর জমি দখল করতে চায়। আমার স্বামী জীবতাবস্থায় কোন জমি বিক্রি করেন নাই। তাহলে মৃত্যুর পরে কীভাবে জমি বিক্রি করলেন। অসাধু নাসিমা বেগম (৩১), মোসা. রেশমা বেগম (২৮), আব্দুল হক চৌকিদার, সুলতান আহম্মেদ (৫৫) গং একত্রিত হয়ে জাল দলিল তৈরি করে আমাদের জমি দখলের চেষ্টা করতেছে। তারা যদি আমাদের জায়গা আমার স্বামীর কাছ থেকে কিনেই থাকেন তাহলে তিনি জীবিত থাকা অবস্থায় কেন আসেন নাই? আমার স্বামী মারা যাওয়ার পরে তারা আমার স্বামীর নামে ভূয়া (জাল) দলিল তৈরি করে স্বামীর স্বাক্ষর বানিয়ে জমি দখল করতে আসে। আমি এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়াকে একাধিকবার জানালেও কোন সুরহা পাই নাই। আমি ছেলে সন্তান নিয়ে রাস্তায় বসে গেছি। আমি গরিব মানুষ বিধায় কোন বিচার পাব না? তাই আমি সঠিক বিচার পাওয়ার জন্য অসাধু এই প্রতারক চক্রের বিরুদ্ধে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং- সি,আর ৩৫৯/২২। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরোকে (পিআইবি) ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন, নাসিমা বেগম (৩১), মোসা. রেশমা বেগম (২৮), আব্দুল হক চৌকিদার, ফজলুল হক হাওলাদার, আল মাহমুদ, মো. সুলতান আহম্মেদ (৫৫)। আমি সঠিক বিচার চাই।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৫৫ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ