কুয়াকাটায় একদিনের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় একদিনের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ
মঙ্গলবার ● ১০ মে ২০২২


কুয়াকাটায় একদিনের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

টানা একদিনের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ হয়েছে। ভারী বর্ষনে ক্ষেতের মুগ ডাল, বাদাম,মিষ্টি আলুও মরিচ গাছ তালিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। সবজি চাষীদেরও বীজতলা নষ্ট হচ্ছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন’র কুয়াকাটা পর্যায়ের মাঠ গবেষক মোঃ আবজাল হোসেন। তিনি বলেন,রবিশস্যের ভাল ফলন হলেও শুধুমাত্র আগাম বৃষ্টির কারণে এ অঞ্চলের কৃষকদের সর্বনাশ হয়েছে।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসসুত্রে জানাগেছে, কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নে ৩শ’ হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। মরিচের চাষ হয়েছে ১শ’ হেক্টর জমিতে, ভুট্রার চাষ হয়েছে দেড়শ’ হেক্টও জমিতে। এরমধ্যে ভুট্র,তরমুজ বিপনন হয়েছে। বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন মুগডাল, মরিচ ও বাদাম ও আলু চাষীদের। মাইট ভাংঙ্গা গ্রামের চাষী সত্তার মোল্লা সাগরকন্যাকে জানিয়েছেন,৭ একর জমির মুগডাল গাছ তুলে স্তুপ করেছিলেন। কিন্তু সোমবার ১ দিনের বৃষ্টিতে মাড়াই করতে না পারায় ক্ষেতেই ডাল নষ্ট হয়ে গেছে। একই কথা জানালেন কৃষক আবুল হোসেন খান, লিটু জমাদ্দার ও দুলাল আকন। দিয়ারআমখোলা  গ্রামের কৃষক ফিরোজ হাওলাদার সাগরকন্যাকে বলেন,৩ একর জমির মরিচ ক্ষেত অতি বৃষ্টিতে মরে যাচ্ছে। তাহেরপুর গ্রামের কৃষক আল-আমিন ও সিদ্দিক মুসুল্লীরা জানিয়েছেন, তাদের ২ বিঘা জমির মিষ্টি আলুও বাদামে পঁচন ধরেছে। কলাপাড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন সরদার সাগরকন্যাকে বলেন,অধিকাংশ জমির ফসল চাষীরা ঘরে তুলতে সক্ষম হয়েছে। বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে মুগডাল চাষীরা।

 

কেএআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২৩:৩১:২৮ ● ৩১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ