আগৈলঝাড়ায় মাদকসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় মাদকসহ সন্ত্রাসী মনির গ্রেফতার
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০


আগৈলঝাড়ায় মাদকসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামী সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে র‌্যাবের টহল দল রতœপুর ইউনিয়নের রতœপুর বাজারে ডিউটিকালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীর অবস্থান করার খবর পায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ী পালিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করা হয়। সে ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মনির হোসেন (৩৬)।
পরে গ্রেফতারকৃত মনিরের স্বীকারোক্তি মতে তার শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে ২০ ইঞ্চি লম্বা একটি ত্রিফলা চাইনিজ কুড়াল, ২৭ ইঞ্চি লম্বা একটি ছোড়া, ২০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। অস্ত্র ও মাদকসহ উদ্বারের ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাবের ডিএডি মো. আবদুল্লাহ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এএলএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০৭ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ