জাতীয় কেরাত প্রতিযোগীতায় ছারছীনার ছাত্র দেশসেরা

প্রথম পাতা » পিরোজপুর » জাতীয় কেরাত প্রতিযোগীতায় ছারছীনার ছাত্র দেশসেরা
সোমবার ● ২০ মে ২০২৪


জাতীয় কেরাত প্রতিযোগীতায় ছারছীনার ছাত্র দেশসেরা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কেরাত প্রতিযোগিতায় ‘ঘ’ গ্রুপ থেকে দেশসরা হয়েছে মো আবু সালেহ হুসাইন। সে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ছারছীনা দারুচ্ছুন্নাৎ আলিয়া মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের ছাত্র। হুসাইনের এই সাফল্যে তার পরিবার ও সহপাঠীরা বেশ আনন্দিত। হুসাইনের পিতা মাও মো. বেলায়েত হোসেন ছারছিনা আলিয়া মাদ্রাসার শিক্ষক।
সোমবার (২০ মে) সকালে ঢাকা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অডিটোরিয়ামে ওই কেরাত  প্রতিযোগীতা অনষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে মো. আবু সালেহ হুসাইন প্রথম স্থান অধিকার করে।
মাও মো. বেলায়েত হোসেন জানান, আমার ছেলে মো. আবু সালেহ হুসাইন ছোট বেলা থেকেই কুরআন তেলাওয়াত ভালো করে রপ্ত করে এবং আমার ছেলে একজন কুরয়ানে হাফেজ। সে গত বছর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর ‘গ’ গ্রুপ থেকে কেরাত প্রতিযোগীতায় দেশসরা হয়েছে এবং ২০২০ সনে আজান প্রতিযোগীতায় জাতীয় পর্যায় প্রথম হওয়ার সাফল্য অর্জন করে। সন্তানের সাফল্য অর্জনে সে সকলের কাছে দোয়া চান।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৬:৪৩ ● ২৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ