পণ্য খালাশে ১৭৮ কোটি টাকা আয় করেছে পায়রা বন্দর-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » পটুয়াখালী » পণ্য খালাশে ১৭৮ কোটি টাকা আয় করেছে পায়রা বন্দর-নৌ পরিবহন প্রতিমন্ত্রী
রবিবার ● ২৬ জুলাই ২০২০


১৭৮ কোটি টাকা আয় করেছে পায়রা বন্দর-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, পায়রা বন্দর শুরু থেকে (২০১৬ সাল) এ পর্যন্ত ৭৩ টি জাহাজ পন্য খালাশের মাধ্যমে ১৭৮ কোটি টাকা আয় করেছে। এটি সুচনা মাত্র, এখান থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জন হবে। তবে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন নিয়ে যেসব নেতিবাচক গুজব ছড়ানো হচ্ছে সেটি ঠিক নয়। আগামী এক বছরের মধ্যে দেশের অন্যতম ও তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পূর্ণাঙ্গ রুপে কার্যক্রম শুরু করবে। সম্প্রতি বন্দরের প্রথম টার্মিনাল নির্মানের জন্য চীনা কোম্পানীর সাথে চুক্তি হয়েছে, শীঘ্রই টার্মিনাল নির্মানের কাজ শুরু হচ্ছে। রবিবার দুপরে পটুয়াখালীর পায়রা বন্দরের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এর আগে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপন করেন তিনি। এসময় পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মুহিব্বুর রহমান, সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ন কল্লোল ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক উপস্থিত ছিলেন।

জেআর/এমআর

 

বাংলাদেশ সময়: ১২:১১:০২ ● ১০৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ