ভ্রাম্যমাণ আদালত কলাপাড়ায় ৩৮৫ মামলা ও ১০ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা আদায়

প্রথম পাতা » পটুয়াখালী » ভ্রাম্যমাণ আদালত কলাপাড়ায় ৩৮৫ মামলা ও ১০ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা আদায়
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০


কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল

কলাপাড়া সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারী নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। করোনা পরিস্থিতিতে দেশ ও মানুষের স্বার্থে কলাপাড়ায় এ পর্যন্ত মোট ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে মোট ৩৮৫টি মামলা, ০৮ জনকে বিনাশ্রম কারাদন্ড ও ৩৭৭ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় দু’টো ঔষধের দোকানীসহ ২৪ জন পথচারী রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাসোয়ে বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। ২২ মার্চ থেকে ১৪ জুন ২০২০ পর্যন্ত ৪৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ৩৮৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৭৭ জনকে অর্থ দন্ড এবং ০৮ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মোট অর্থ দন্ডের পরিমান ১০ লক্ষ ৬১ হাজার টাকা।’

উবাসোয়ে আরও বলেন, ‘নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতসমূহ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা, মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ এর ৪(২)ধারা, সংক্রামণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ও ২৪(২) ধারা, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর ৮(১), স্থানীয় সরকার আইন ২০০৯এর ১০৮ (৭) ও ১০৯ ধারা, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪, ১১ ও ১৫ ধারা, অনুসরণে পরিচালনা করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুসরনে পরিচালনা করা হয়েছে।’

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, ‘সরকারের নির্দেশনায় দেশ ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তবে করোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’

জিপি/এনবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৬ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ