নেছারাবাদে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলা
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫


নেছারাবাদে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ৩য় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার রাতে ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার খেজুরবাড়ি গ্রামের ইয়ামিন (১৬) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। মামলা সুত্রে জানা যায়, উপজেলার খেজুরবাড়ি গ্রামের আবুল কালাম হাওলাদারের বখাটে ছেলে ইয়ামিন শনিবার রাতে ওই ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষনের শিকার ছাত্রীকে ডাক্তরী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে ।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৩ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ