বাদ পড়ছেন ভুয়া কার্ডধারীরা সমুদ্রগামী প্রকৃত জেলে তালিকা সংগ্রহের কাজ শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » বাদ পড়ছেন ভুয়া কার্ডধারীরা সমুদ্রগামী প্রকৃত জেলে তালিকা সংগ্রহের কাজ শুরু
শনিবার ● ৬ জুন ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
সমুদ্রগামী জেলেরা এখন বেকার হয়ে আছেন। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সকল ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য বেকার থাকা প্রকৃত জেলেদের সরকার প্রথম কিস্তিতে ৫৬ কেজি করে মানবিক সহায়তা (চাল) দেয়ার উদ্যোগ নিয়েছেন। এজন্য সমুদ্রগামী প্রকৃত জেলেদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ইতোপূর্বে কার্ডধারী জেলেদের মধ্যে কেউ মারা গেছেন, কেউ ভুল তথ্য দিয়ে তালিকায় নাম সংযুক্ত করেছেন। কেউবা আবার নতুন করে এ পেশায় এসেছেন। এসব কারণে সমুদ্রগামী প্রকৃত জেলেদের জন্য সরকারের মানবিক সহায়তা তুলে দিতে যাচাইবাছাইয়ের কাজ শুরু হয়েছে। মাঠ পর্যায়ের সকল জনপ্রতিনিধিগণ সমুদ্রগামী প্রকৃত এ জেলের তালিকা তৈরি করার পরে যাচাই-বাছাই করা হবে। আগামি ১৬ জুনের মধ্যে তালিকা চুড়ান্ত করে চাল বিতরনের প্রক্রিয়া চলছে। উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন এই তালিকা চুড়ান্ত করবেন। ফলে এবারের এ মানবিক সহায়তা নিতে পারবেননা খালে-বিলে-নদীতে মাছ ধরা জেলে কিংবা জেলে পেশার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কেউ। এমনকি জেলে কার্ড থাকলেও ভুয়া লোকজন কোন চাল পাবেন না। যাচাই-বাছাই করা তালিকা অনুসারে চাল বিতরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোপূর্বে কলাপাড়ায় নিবন্ধিত জেলে রয়েছে ১৮ হাজার ৫০০ জন। এর মধ্যে কাডধারী রয়েছে ১৩ হাজার পাঁচ শ’ জন। এ তালিকায় প্রায় চার হাজার নাম রয়েছে যারা প্রকৃত জেলে নয়। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন লোকজনও তালিকাভুক্ত হয়েছে। ভাড়াটে হোন্ডাচালক থেকে শুরু করে দোকানি, কৃষক পর্যন্ত তালিকায় নাম তুলে কার্ড করে গরিব জেলেদের চাল হাতিয়ে নিয়েছে। আর যখনই জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য চাল দেয়া হয়েছে তা হাতিয়ে নিয়েছে প্রভাবশালী ওইচক্র। এছাড়া জেলে সমিতির নামের অপেশাদারী লোকজন সংগঠনের নেতা বনে থাকায় প্রকৃত জেলেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত থাকছেন। প্রকৃত জেলেদের দাবি তথ্য সংগ্রহকালে কে কোন ট্রলারের জেলে এসব সম্পুর্ণ তথ্য থাকা দরকার। এমনকি ট্রলারের নাম, মালিকসহ জেলের মোবাইল নম্বর পর্যন্ত প্রশাসনের তালিকায় থাকা প্রয়োজন রয়েছে বলেও জেলেদের দাবি।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৭ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ