মুকসুদপুরে আরো ৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

প্রথম পাতা » ঢাকা » মুকসুদপুরে আরো ৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
সোমবার ● ২০ এপ্রিল ২০২০


মুকসুদপুরে আরো ৬ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের মুকসুদপুর থানার আরো ৬ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুর থানার মোট ১৬ পুলিশ সদস্যর শরীরে করোনা ভাইরাস-এর অস্তিত্ব মিলেেেছ বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২০ এপ্রিল) তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলশেন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান ১৮ এপ্রিল মুকসুদপুর থানার নতুন ১২ সদস্যের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিলো তাদের মধ্যে ৬ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

উল্লেখ্য মুকসুদপুর থানার করোনা ভাইরাসে আক্রান্ত কনস্টেবল মহিউদ্দীন এর শরীর থেকে ভাইরাসটি এই ১৬ সদস্যকে আক্রান্ত করেছে।

এছাড়াও মুকসুদপুরে জ্বর, শ্বাস-কষ্টসহ করোনার উপর্সগ নিয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শিখা রানী ঠাকুর (৫২)। মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী তিনি। তার এলাকায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০২:২৩ ● ৩১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ