কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য দূষণ নিয়ে সাংবাদিক সম্মেলন

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য দূষণ নিয়ে সাংবাদিক সম্মেলন
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক হাসপাতাল হওয়া সত্বেও  তাদের বর্জ্য অপসারণে নেই কোন সঠিক ব্যবস্থাপনা। হাসপাতাল  কম্পাউন্ডের অভ্যন্তরে গর্তকরে সেখানে ফেলা হচ্ছে অপারেশন-ক্লিনিক্যাল বর্জ্য, ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস, রোগীর ব্যবহৃত আবর্জনা‌সহ সকল ধরনের ভয়াবহ দূষণকারী আবর্জনা। বৃষ্টির পানিতে মিশে এই বর্জ্য গিয়ে পড়ছে পাশের একটি বড় পুকুরে। হাসপাতালটির পশ্চিম পাশের ওই পুকুরের পানি ব্যবহার করছেন কলাপাড়া পৌর শহরের এক নং ওয়ার্ড নাচনাপাড়ার এলাকায় স্থানীয় ৫০-৬০ টি পরিবার। মাঝে মাঝে এই বর্জ্যগুলো আগুন দিয়ে পোড়ার  কারণে দুর্গন্ধ ও ধোয়ার সৃষ্টি হয়, এতে করে সংশ্লিষ্ট এলাকার শিশু-বৃদ্ধসহ অন্যান্য বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন।

এমনটাই দাবি করে ৭ এপ্রিল মঙ্গলবার কলাপাড়া সাংবাদিক ক্লাব কার্যালয় দুপুর ১২ টায় এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন নাচনাপাড়া ১ নং ওয়াডের ভুক্তভোগী ৫০ টি পরিবারের পক্ষে মোঃ মীর আলআমিন,  মোঃ কাইয়ুম ও মোঃ নাসির। এরপরপরই কলাপাড়া সাংবাদিক ক্লাবের সদস্যরা ভুক্তভোগী ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সমাধানের লক্ষ্যে হাসপাতাল কম্পাউন্ডের বাইরে একটি ডাস্টবিন স্থাপন করার কথা রয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর সহকারী প্রকৌশলীকে এ বিষয়ে জানানো হয়েছে। এই কাজটি তাদের আওতাধীন। হাসপাতাল কম্পাউন্ডের বাহিরে কেন এখনো ডাস্টবিন নির্মাণ হলো না- এটি মুঠোফোনে জানতে চাইলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালী’র সহকারী প্রকৌশলী মোঃ শাওন শাহরিয়ার বলেন,‌ কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের বাহিরে ২০×৫ ফিট একটি ডাস্টবিন নির্মাণ করার কথা কলাপাড়া হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বলেছেন। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজটি অতি দ্রুত করতে বলেছি, কিন্তু করোনা ভাইরাস সমস্যায় লেবার সংকটের কারণে কাজটি করা যাচ্ছে না। লেবার পাওয়া গেলে অচিরেই হাসপাতাল কম্পাউন্ডের বাইরে ডাস্টবিন নির্মাণ করে দেয়া হবে। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, সাধারণ সম্পাদক দোলন ঢালী, প্রচার সম্পাদক মোঃ আবু জাফর প্রদীপ, অর্থ সম্পাদক শান্তনু হাওলাদার, সদস্য আসিবুল আহসান সিফাত।

 

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৯ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ