মহিপুরে অভিযান ২৫ মণ ইলিশ জব্দ, আড়ত মালিকসহ তিন জনের কারাদন্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মহিপুরে অভিযান ২৫ মণ ইলিশ জব্দ, আড়ত মালিকসহ তিন জনের কারাদন্ড
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯


---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥
মহিপুর মৎস্য বন্দরের আল্লাহ ভরসা নামের একটি আড়তে অভিযান চালিয়ে এবং এফবি ইত্তেফা কামাল নামের একটি ট্রলার আটক করে অন্তত ২৫ মণ ইলিশ জব্দ করা হয়েছে। এসময় আড়ত মালিক লুনা, ম্যানেজার আব্দুল মন্নান ও ট্রলারের খালাশি ইউসুফ মিয়া কে আটক করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা যৌথভাবে অভিযান চালিয়ে এ পরিমান ইলিশ জব্দ করেন। বুধবার দুপুরে মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধকালীন সময় ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অভিযানটি পরিচালিত হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়ত মালিকের কাছে মাদক পাওয়ায় তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর এবং অপর আসামি আব্দুল মন্নান ও ইউসুফকে মৎস্য সরক্ষণ আইনে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:১১ ● ১০০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ