বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের মনোনয়নপত্র সংগ্রহ

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের মনোনয়নপত্র সংগ্রহ
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫


 

বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের মনোনয়নপত্র সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) গৌরনদীতে বিএনপির আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:১৭:৪৩ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ