দুমকিতে জনতা কলেজে নবগঠিত ছাত্রদল কমিটির সৌজন্য সাক্ষাতে উত্তেজনা

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে জনতা কলেজে নবগঠিত ছাত্রদল কমিটির সৌজন্য সাক্ষাতে উত্তেজনা
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


দুমকিতে জনতা কলেজে নবগঠিত ছাত্রদল কমিটির সৌজন্য সাক্ষাতে উত্তেজনা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এই ঘটনা ঘটে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক আল-আমীনের নেতৃত্বে সদস্যরা কলেজ অধ্যক্ষ প্রফেসর আজিমুল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নেতারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, পরিবেশ উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে তারা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বলে জানান শিক্ষকরা।

এসময় পদবঞ্চিত ছাত্রদলের একটি গ্রুপ কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তাদের দাবি ছিল, কমিটি গঠনে সিনিয়রদের মতামত উপেক্ষা করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষকরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষকদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে শুভেচ্ছা বিনিময় শেষ করে কলেজ ত্যাগ করেন। শিক্ষকরা জানান, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা তারা কোনোভাবেই দেখতে চান না এবং শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৩:০২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ