
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের উপর থেকে অব্যাহতি প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দলীয় অভিযোগে ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতি শিথিল করে আবারও প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় কেন্দ্র।
আলহাজ্ব আবুল কালাম আজাদ ৩নং স্বরূপকাঠির সদর ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
এদিকে তার পদ পুনর্বহালের খবরে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তার ফিরে আসায় স্বরূপকাঠি বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং সংগঠনের পুনর্গঠন আরও সুদৃঢ় হবে।
দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বিএনপি।
নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ এই রাজনীতিবিদের ফিরে আসা স্থানীয় বিএনপির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।
আরএ/এমআর