গাজীপুর থেকে যৌতুক মামলার প্রধান আসামি গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » গাজীপুর থেকে যৌতুক মামলার প্রধান আসামি গ্রেফতার
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫


গাজীপুর থেকে যৌতুক মামলার প্রধান আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে গাজীপুরের কালিয়াকৈরের পাশাগেট সংলগ্ন একটি ফার্মেসি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে কাজ করার সময় সফিকুল ইসলামের সঙ্গে মোসা. ফাতেমা খাতুনের পরিচয় থেকে গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিকুল যৌতুকের চাপ দিতে থাকেন। গত ১৭ অক্টোবর ফাতেমার পিত্রালয়ের বসতঘরের বারান্দায় তাকে বেধড়ক মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন গত ৬ নভেম্বর দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ১১(ক)(৩০) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ০১, তাং ০৬-১১-২০২৫।

পরে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে দুমকি থানা পুলিশ বগুড়া থেকে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে গ্রেফতার করে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৮ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ