গৌরনদীতে ভ্যান ও অটো চালকদের মাঝে যুবদলের গেঞ্জি বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ভ্যান ও অটো চালকদের মাঝে যুবদলের গেঞ্জি বিতরণ
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে ভ্যান ও অটো চালকদের মাঝে যুবদলের গেঞ্জি বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে পৌর ছাত্রদলের নেতৃত্বে  গৌরনদীতে ধানের শীষ প্রতীকের গেঞ্জি বিতরণ করা হয়েছে। (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার  দুপুরে পৌর ছাত্র দলের উদ্যোগে গৌরনদী  বাসস্টান সহ বিভিন্ন  জায়গায় ভ্যানচালক অটো রিক্সা চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরা রহমান সাদ্দাম, কামরুল হাসান জয় যুগ্ম আহবায়ক উপজেলা, পৌর ছাত্রদল নেতা সামিম, ৩ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, নয়ন, মোঃ রনি ফকির, সজীব কবিরাজ, খায়রুল সরদার, মোঃ রিদয় সরদার, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতীককে জনগণের কাছে আরও পরিচিত করতে এই গেঞ্জি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্থানীয় ছাত্র দল নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে আমরা মাঠে সক্রিয় আছি। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, আর গেঞ্জি বিতরণ সেই গণসংযোগেরই একটি অংশ।
অএ গেঞ্জি বিতরণের অনুষ্ঠানে পৌর ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১০:৩৪ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ