মির্জাগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


‎মির্জাগঞ্জে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম এর সাথে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,

‎উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রসান্ত কুমার সাহা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লা আল মামুন, প্রানীসম্প অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ সিরাজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও সাংবাদিক মোঃ কামরুজ্জামান বাঁধন প্রমূখ। সভায় নবাগত ইউএনও বলেন, মির্জাগঞ্জ উপজেলাকে একটি সুন্দর ভাবে গঠনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতার মাধ্যমে সুন্দর  একটি উপজেলা গঠনের কাজ করে যাব।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:১৯ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ