কলাপাড়ায় সম্মিলিত জনসভা দোয়া মোনাজাতে পরিণত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সম্মিলিত জনসভা দোয়া মোনাজাতে পরিণত
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় সম্মিলিত জনসভা দোয়া মোনাজাতে পরিণত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজারো নারী-পুরুষের আবেগঘন দোয়া মোনাজাতে পরিণত হয়েছে চাকামইয়া যুবদলের আয়োজিত সম্মিলিত জনসভা। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ জনসভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় প্রত্যন্ত এলাকার নারী ও পুরুষরা চোখ ভেজা প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়া সুস্থ হয়ে ১৭ কোটি মানুষের কাছে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২০ ● ১৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ