বাউফলে কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


বাউফলে কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বগা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বশির কাজীর ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান তাঁরা।

মঙ্গলবার সন্ধ্যায় বগা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বগা বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মাসুদ শিকদার বলেন, ২৩ নভেম্বর বশির কাজীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিস ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, লিফলেট বিতরণের সময় দলের দুই পক্ষের কথাকাটাকাটির ঘটনা তিনি শুনেছেন, কিন্তু হামলার বিষয়ে কিছু জানেন না। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।


এমডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৩:১২ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ