
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রসান্ত কুমার সাহা, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ আবদুল বারী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, যুগ্ম-সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী, কাঠালতলী আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বজলুর রহমান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল হক, মির্জাগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা রায়হান আহম্মেদ, তরুণ উদ্যোক্তা মোঃ মাহমুদুল হাসান ও হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ শীল।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, জুলাই যোদ্ধা, মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন পায়রা নদীর ভাঙনের কবলে রয়েছে। তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনার সার্বিক চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে উপজেলার সব সমস্যা সমাধান সম্ভব।