
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন প্রধান অতিথি থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল মঞ্জুর সুমন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, আর চোখ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সেই চিন্তা থেকেই গত এক মাস ধরে পিরোজপুর-২ আসনের বিভিন্ন বিদ্যালয়ে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করছি। বিএনপি সর্বদা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা চলমান রয়েছে। আমরা ধারাবাহিকভাবে এই ক্যাম্প চালিয়ে যাব। পরবর্তীতে নেছারাবাদের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এছাড়া ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্বল আইটি বিভাগের কথা জেনে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে যাবতীয় সরঞ্জামাদি সরবরাহের আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, গত এক মাসে তিনটি উপজেলার নয়টি স্কুলে চক্ষু শিবির পরিচালনা করা হয়েছে। সেখানে তিন সহস্রাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯৫০ জনকে চশমা, এবং ৭৫০ জন শিক্ষার্থীকে চোখের ড্রপসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে।
অতিথিদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। দেশের উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান নীতি। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. সাব্বির আহম্মেদ প্রমুখ।