গৌরনদীতে চাঁদশী ঈশ্বর চন্দ্র বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে চাঁদশী ঈশ্বর চন্দ্র বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫


গৌরনদীতে চাঁদশী ঈশ্বর চন্দ্র বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি গাজী কামরুল ইসলাম সজল বলেন, বিদ্যালয়ে কোনো ধরনের কোচিং বাণিজ্য চালানো যাবে না। প্রয়োজনে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনা খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের উন্নয়ন, পাঠদানের মান, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার পরিবেশ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।

সভা শেষে প্রধান শিক্ষক অভিভাবকদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৪৯ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ