নেছারাবাদে বিএনপির প্রার্থী চেয়ে শতশত নারী সমর্থকের বিক্ষোভ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিএনপির প্রার্থী চেয়ে শতশত নারী সমর্থকের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


 

নেছারাবাদে বিএনপির প্রার্থী চেয়ে শতশত নারী সমর্থকের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

দলের অনেক নেতা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেও মনোনয়ন বঞ্চিতদের অনুসারীদের মধ্যে দেখা গেছে ক্ষোভ। নেছারাবাদ উপজেলার দীর্ঘদিনের ত্যাগী নেতা ফখরুল আলমের সমর্থকরা এদিন বিক্ষোভে অংশ নেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) শতশত নারী সমর্থক বালিহারী গুচ্ছগ্রাম, সুটিয়াকাঠি ও মাহামুদকাঠি এলাকা থেকে মিছিল নিয়ে স্বরূপকাঠি ফেরিঘাটে সমবেত হন। তারা ‘স্বরূপকাঠি থেকে এমপি প্রার্থী চাই’ এবং ‘ফখরুল আলমকে প্রার্থী দেখতে চাই’- এমন স্লোগান দেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে- দল যাকে মনোনয়ন দেবে, সবারই তার পক্ষে কাজ করতে হবে। সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফখরুল আলম বলেন, নেছারাবাদের জনগণ নেছারাবাদ থেকেই প্রার্থী চাইতে পারেন। আগামীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছি।

অন্যদিকে জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, নেছারাবাদ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। কমিটি হলে অভ্যন্তরীণ বিভাজন কমে আসবে।

দলীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে মাঠে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ