
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী নেছারাবাদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামীম সাঈদী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বরূপকাঠী পৌর জামাদের আমির মাও. জহিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হালিমুর রহমান শাহিন, আজকের পত্রিকার হাবিবুল্লাহ মিঠু, নেছারাবাদ উপজেলা জামায়াতের মিডিয়া প্রতিনিধি দৈনিক সংবাদ পত্রিকার গোলাম আজম আসলাম, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক খবর পত্র প্রতিনিধি এন. এম. দেলোয়ার, যায় যায় দিন পত্রিকার তরিকুল ইসলাম, কোয়ালিটি টিভির ইনচার্জ মো. জাহিদ হোসেন, জবাবদিহি পত্রিকার আমিন মোল্লা রুহুল, প্রমুখ সাংবাদিকবৃন্দ।
সভায় আলহাজ্ব শামীম সাঈদী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে পিরোজপুর-২ আসনকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলব। শিক্ষাখাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, সংখ্যালঘু বলে কাউকে আলাদা করে দেখা হবে না। নির্বাচিত হলে আমি এ অঞ্চলের সকলকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যৌতুক নির্মূলে কাজ করব। মতবিনিময় সভা শেষে শামীম সাঈদী জগন্নাথকাঠি বন্দরে জনসংযোগ করেন।
আরএ/এমআর