‘প্রযুক্তি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি’

হোম পেজ » পিরোজপুর » ‘প্রযুক্তি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি’
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


 

‘প্রযুক্তি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি’

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুরে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার এবং জ্যেষ্ঠ সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বাড়ছে। এটি প্রতিরোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের সফল চারজন পুরুষ ও আটজন গ্রামীণ নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতার অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। শেষে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩০ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ