দেশজুড়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫

হোম পেজ » জাতীয় » দেশজুড়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


সাগরকন্যা ডেস্ক:

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে শনিবার (১ নভেম্বর) সারা দেশের মতো পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট নিয়ে ডেস্ক রিপোর্ট:

দশমিনা (পটুয়াখালী):

দশমিনা (পটুয়াখালী):

উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমবায় পরিদর্শক মো. শাহবুদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, দারিদ্র্য দূরীকরণে সমবায়ের কোনো বিকল্প নেই।

কলাপাড়া (পটুয়াখালী):

কলাপাড়া (পটুয়াখালী): 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী। সভায় বক্তারা আত্মনির্ভর বাংলাদেশ গঠনে সমবায়ের ভূমিকা তুলে ধরেন। পরে সফল সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী):

মির্জাগঞ্জ (পটুয়াখালী):

উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম। বক্তারা বলেন, সমবায় সমাজ উন্নয়নের প্রাচীন ও পরীক্ষিত পদ্ধতি।

পিরোজপুর:

পিরোজপুর: 

সার্কিট হাউস থেকে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে সমবায় খাতের উন্নয়ন অপরিহার্য। পাঁচজন সফল সমবায়ীকে সম্মাননা দেওয়া হয়।

আগৈলঝাড়া (বরিশাল):

আগৈলঝাড়া (বরিশাল):

উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও লিখন বণিক। শেষে পাঁচজন সফল সমবায়ীকে পুরস্কৃত করা হয়।

গৌরনদী (বরিশাল):

গৌরনদী (বরিশাল):

উৎসবমুখর পরিবেশে পালিত দিবসে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ইরাহিম। বক্তারা বলেন, সমবায় উন্নয়নের চাবিকাঠি, যা স্বনির্ভর সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে। শেষে সফল সমবায়ীদের পুরস্কার দেওয়া হয়।

বাবুগঞ্জ (বরিশাল):

বাবুগঞ্জ (বরিশাল):

উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সালাম এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারুক আহমেদ। বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণভিত্তিক অর্থনৈতিক আন্দোলন হিসেবেই সমবায় খাত দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে।

মোংলা (বাগেরহাট):

মোংলা (বাগেরহাট):

উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের পর র‌্যালি ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবাইর হোসেন এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও শারমিন আক্তার সুমী। তিনি বলেন, নিজের অর্থ নিজের উন্নয়নে বিনিয়োগই সমবায়ের মূল দর্শন। পরে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২১ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ